মিন্নির জামিন আবেদন শুনানি শেষ; আদেশ আগামীকাল

প্রকাশ : ২৮ আগস্ট ২০১৯, ১৬:২৭

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী ও রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। 

বুধবার (২৮ আগস্ট) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট শুনানি শেষে বৃহস্পতিবার এই শুনানির আদেশ দেবেন বলে জানিয়েছেন।

আদালতে উপস্থিত ছিলেন মিন্নির পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এবং তার টিমের সদস্যরা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোয়ার হোসাইন।

গত ২০ আগস্ট, রিফাত হত্যাকাণ্ডে গ্রেপ্তার দেখানো মিন্নিকে কেনো জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। একই সঙ্গে মামলার নথিসহ আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয় মামলার তদন্ত কর্মকর্তাকে।

উল্লেখ্য, গত ২৬ জুন সকালে বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে হত্যা করে নয়ন বন্ড ও তার দলের সদস্যরা। পরে পুলিশ নয়ন বন্ডকে গ্রেপ্তার করতে গেলে গোলাগুলিতে নয়ন বন্ডও নিহত হয়।

রিফাতের পরিবারের কথায় মামলার প্রধান সাক্ষী ও রিফাতের স্ত্রী মিন্নিকেও পরে গ্রেপ্তার করে পুলিশ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত