চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টিসেবা কার্ড বিতরণ

প্রকাশ : ২৮ আগস্ট ২০১৯, ১৪:৩৫

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ও বেসরকারী সংস্থা রিসোর্স ইন্টিগেশন সেন্টার-রিক এর বাস্তবায়নে স্বাস্থ্য ও পুষ্টিসেবা কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে পৌর ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে কার্ড বিতরনের উদ্বোধন করেন মেয়র নজরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সাইদুর রহমান, কাউন্সিলর আব্দুল বারেক, মইদুল ইসলাম, এনামুল হক, জিয়াউল রহমান আরমান, রিক ট্রেনিং কো-অর্ডিনেটর মকিম উদ্দীন, প্রজেক্ট কো-অর্ডিনেটর শফিউল আলম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে ৭০টি কার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ১৫টি ওয়ার্ডে ১৪ হাজার ১১৩টি কার্ড বিতরণ করা হবে। কার্ডধারীরা শহরের ল্যাব ওয়ান ও রোজ ক্লিনিকে বছরে ৩ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা ও সেবা নিতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত