'আল্লাহর দল' এর আরও চার সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ২৮ আগস্ট ২০১৯, ১৪:২২

জঙ্গি সংগঠন 'আল্লাহর দল' এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বুধবার (২৮ আগস্ট) প্রথম প্রহরে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে এই চার সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব-৪'র একটি দল। গ্রেপ্তারকৃতরা হল, সিরাজুল ইসলাম সেহেরুল মৃধা (৩৮), মনিরুজ্জামান মনির (৪০), এসএম হাফিজুর রহমান সাগর (৪৫) ও মোঃ শফিউল মোযনাবীন তুরিন (২৭)।

এসময় তাদের কাছ থেকে তিনটি পেনড্রাইভ, ১২টি মোবাইল ফোন, সংগঠনের লিফলেট, দাওয়াতপত্র ও কিছু হিসেবের খাতা পাওয়া যায়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনটি গণতন্ত্র ও বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী নয়। তাদের মূল লক্ষ্য অনুকূল পরিবেশে দেশের মধ্যে ব্যাপক নাশকতায় লিপ্ত হয়ে গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা।

এসময় র‍্যাব জানায়, দলটি এখন সদস্য সংগ্রহের কাজ করছে। দলের সদস্যরা মনে করে, দেশে এখন যুদ্ধাবস্তা চলছে। যার কারণে, তারা ঈদ, রোজা, হজ্ব, কোরবান এসব পালন করে না। শুধুমাত্র প্রতি ওয়াক্তে ২ রাকায়াত নামাজ আদায় করে। তাছাড়া, ইসলামের কালিমার সাথে শেষে নবীর নাম যুক্ত করার ব্যাপারে তাদের আপত্তির কথাও জানা গিয়েছে ব্রিফিংয়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত