খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, তিন সন্ত্রাসী নিহত

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৯, ১৫:২৪

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দুর্গম বড়াদম এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীতপন্থী) সদস্য বলে জানা গেছে।

সোমবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

নিহতরা হলো বুজেন্দ্র লাল চাকমা (৪৫), নবীন জ্যোতি চাকমা (৩২) ও রশিল চাকমা (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘিনালার বরাদাম এলাকায় ৭-৮ জন সন্ত্রাসীর উপস্থিতির খবর পেয়ে সোমবার সকালে সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে যায়। সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এতে তিনজন নিহত হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামান জানান, এখন সেখানে সেনাবাহিনীরা অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তারা যাওয়ার পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত