ফের বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা

প্রকাশ : ২৬ আগস্ট ২০১৯, ১১:৫৪

সারা দেশে ছড়িয়ে পড়া এডিস মশাবাহী ডেঙ্গু রোগে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ফের বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী- গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৭ জন। আর ঢাকার বাইরে ভর্তি রোগীর সংখ্যা ৬৯২ জন।

শুক্রবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এ সংখ্যা ছিল ১১৭৯ জন।

শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১২৯৯ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৫৯৪০। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২৬৮ জন। অন্যান্য বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ২৬৭২ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৬৩ হাজার ৫১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ৫৭ হাজার ৪০৫ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত