বিজয় দিবসের আগেই মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ২৩:৪৬

আগামী বিজয় দিবসের আগেই মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

২১ আগস্ট শোক দিবস উপলক্ষে 'মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন' আয়োজিত এক আলোচনা সভায় এই তথ্য দিয়েছেন আ ক ম মোজাম্মেল হক।

মোজাম্মেল হক বলেন, 'আগামী ১৬ ডিসেম্বরের আগে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আর চূড়ান্ত তালিকায় থাকা মুক্তিযোদ্ধারা কী কী সুবিধা পাবেন সেটাও পরিচয়পত্রের পেছনে দেয়া থাকবে। এছাড়া ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পাঠ্যবইয়ে মুক্তিযোদ্ধাদের ইতিহাস এবং আমরা কোন নরপশুদের সাথে যুদ্ধ করেছি সেটাও থাকবে।'

মন্ত্রী আরোও বলেন, সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কিছু পদক্ষেপ নিয়েছে, যা অন্য কোনো পেশার মানুষ পাবে না। এর মধ্যে থাকছে– বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের বোনাস, উৎসব বোনাস, সরকারি হাসপাতালে শতভাগ ফ্রি চিকিৎসা। এর পাশাপাশি সমস্ত রাস্তাঘাট, রাষ্ট্রীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা মুক্তিযোদ্ধাদের নামে করা হবে।

এসময় 'মুজিববর্ষ' উপলক্ষে ২০ হাজার মুক্তিযোদ্ধাকে বাড়িঘর নির্মাণ করতে ১৫ লক্ষ টাকা করে প্রদান করার ঘোষণা দেন তিনি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত