চলে গেলেন অধ্যাপক মোজাফফর আহমদ

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ২১:৫২

মুক্তিযুধকালীন সময়ে বাংলাদেশের প্রবাসী সরকারের উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির(ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই।

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৭ বছর। 

রাজনৈতিক জীবনে ব্রিটিশ বিরোধী আন্দোলনসহ বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে সামনের সারিতেই ছিলেন অধ্যাপক মোজাফফর আহমদ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী সেখ হাসিনা। তাছাড়া আওয়ামী লীগ, ন্যাপসহ বিভিন্ন রাজনৈতিক দল তার মৃত্যুতে শোক জানিয়েছেন।

অধ্যাপক মোজাফফর আহমদকে তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে দাফন করা হবে বলে জানিয়েছেন তার একমাত্র কন্যা আইভী আহমদ।

প্রধানমন্ত্রী তার শোক বার্তায় দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের এই বর্ষীয়ান নেতার ভূমিকাকে অপরিসীম বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের প্রগতিশীল রাজনীতিতে তার অবদান জাতি চিরদিন মনে রাখবে।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত