চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে বন্ধ করে বরসহ ৫ জনের সাজা

প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ২১:১০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চৌধুরীটোলা গ্রামে ১৪ বছর বয়সী কিশোরি কনে'র বাড়িতে হানা দিয়ে বাল্যবিবাহ বন্ধ করে বর, বরের মা, কনে'র পিতাসহ সংশ্লিষ্ট আরও দুই ব্যক্তিকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১ টার দিকে এ অভিযান চালানো হয়। দন্ডিত হয়েছেন বর ও সদর উপজেলার মহারাজপুর ঘোড়াষ্ট্যান্ড এলাকার বাবুল ইসলামের ছেলে আকতারুল ইসলাম(২১), বরের মা আঞ্জুয়ারা বেগম(৩৬)ও কনে'র পিতা মৃত আজহার মন্ডলের ছেলে মুনিরুল ইসলাম(৪৬)। এই তিনজনের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

এছাড়া এই বাল্য বিবাহ চেষ্টায় বিয়ের সাক্ষী হিসেবে জড়িত কনের প্রতিবেশী মো. শরিফুল(৫৭) ও বরের চাচা আলমগীর কবির নামে দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করে তা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন জানান, শুক্রবার (২৩ আগস্ট) মহারাজপুরে অভিযান চালিয়ে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরির বাল্য বিয়ে বন্ধ করে বাল্য বিবাহ নিরোধ আইনের ৭, ৮ ও ৯ ধারায় ওই পাঁচজনকে সাজা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত