রামগঞ্জে ইউপি মেম্বারের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ২২ আগস্ট ২০১৯, ১৪:১১

মিশু সাহা

লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের মো: হোসেন মেম্বারের দ্রুত বিচারের দাবিতে স্থানীয় সর্বস্থরের লোকজন বুধবার (২১ আগস্ট) দুপুরে ভাদুর ইউনিয়ন পরিষদের সামনে কেথুড়ী বাজারে এক মানবন্ধনে দাঁড়িয়েছেন। 

সহস্রাধিক জনসাধারনের উপস্থিতিতে মানবন্ধনে বক্তব্য রাখেন ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম খোকন, হানুবাইশ গ্রামের মেম্বার মো: দানিছ মিয়া, রাজারামপুর গ্রামের মেম্বার আবদুল আজিজ, সমসেরপুর গ্রামের মেম্বার মো: সুমন, সিরন্দী গ্রামের মেম্বার দুলাল হোসেন, পৈতপুরের জামাল হোসেন, মধ্য ভাদুরের জাহাঙ্গীর আলম ভাবলু, চিলকা চাঁদপুর গ্রামের মেম্বার আনোয়ার হোসেন,  ভাদুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফ হোসেন, যুগ্ন আহবায়ক জালাল হোসেন প্রমূখ।

উল্লেখ্য, রামগঞ্জ উপজেলার ভাদুর ইউপির উত্তর গ্রামে গত ৭ জুন বিকেলে এক শালিসি বৈঠককে কেন্দ্র করে মো: হোসেন মেম্বার তার চিহিৃত সন্ত্রাসী বাহিনী নিয়ে মোঃ সোহানুর রহমান সোহাগ মেম্বারকে হুমকি-ধমকী প্রদান করে। পরে একইদিন রাত ৯টার দিকে সোহানুর রহমান সোহাগ মেম্বার কেথুড়ি বাজারে উপস্থিত হলে ২নং ওয়ার্ডের মেম্বার মো: হোসেনের নেতৃত্বে রতন, রাজু, ইব্রাহিম ধারালো অস্ত্র নিয়ে অর্তকিত ভাবে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাজার ব্যবসায়ীদের সহায়তায় মুমুর্ষ অবস্থায় সোহানুর রহমান সোহাগ মেম্বারকে উদ্ধার করে রামগঞ্জ হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত ডাক্তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত