মোফাজ্জল অবৈধ অস্ত্র ব্যবসায়ী: র‌্যাব-১

প্রকাশ | ২১ আগস্ট ২০১৯, ১১:২৮ | আপডেট: ২১ আগস্ট ২০১৯, ১১:৩২

গাজীপুরের শ্রীপুরে আগ্নেয়াস্ত্রসহ মোফাজ্জল হোসেন ওরফে খোকন (৩৯) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব ১-এর সদস্যরা। র‌্যাবের দাবি, মোফাজ্জল অবৈধ অস্ত্র ব্যবসায়ী।

২০ আগস্ট (মঙ্গলবার) মধ্যরাত আড়াইটায় উপজেলার নোয়াগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মোফাজ্জল উপজেলার নোয়াগাঁও গ্রামের আবদুল জলিল মোল্লার ছেলে।

র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন এ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার নোয়াগাঁও এলাকায় বিদেশি অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বুধবার মধ্যরাতে ওই এলাকার মোফাজ্জল হোসেন খোকনের বাড়িতে অভিযান চালায়। তার উপস্থিতিতে নিজ ঘরের শয়নকক্ষ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১৭ রাউন্ড গুলি, একটি রামদা, একটি সুইচ গিয়ার চাকু এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।’

তিনি আরো বলেন, ‘খোকন গাজীপুর ও পার্শ্ববর্তী জেলা থেকে অস্ত্র ক্রয় করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতেন।’