ডেঙ্গুতে তিন জেলায় আরো তিনজনের মৃত্যু

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১৩:৫৬

ডেঙ্গুজ্বর একটি এডিস মশাবাহিত রোগ। রাজধানীবাসীর জন্য ডেঙ্গু চরম আতঙ্কের হলেও ইতিমধ্যে ছড়িয়েছে দেশের সব জেলায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার (১৯ আগস্ট) খুলনা, ফরিদপুর, ময়মনসিংহে তিনজনের মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার সবজি বিক্রেতা মিজানুর রহমান (৪০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মিজানুরের বাড়ি খুলনার রূপসা উপজেলার খাঁজাডাঙ্গা গ্রামে।

পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ ভোরে আনোয়ার হোসেন (৪০) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শরীরের বিভিন্ন অর্গানের কার্যকারিতা হারিয়ে ফেলার কারণে আনোয়ারের মৃত্যু হয় বলে জানা যায়।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি শহরের পূর্বখাবাসপুর মসজিদের খাদেম হিসেবে কর্মরত ছিলেন।

দেলোয়ারসহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছয় ডেঙ্গু রোগীর মৃত্যু হলো বলে জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যুর কথা জানালেও  অনুসন্ধানে ১৮ অগাস্ট পর্যন্ত অন্তত ১৬৬ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। সে হিসেবে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৬৯ জনে উন্নীত হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত