x

এইমাত্র

  •  ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজন গ্রেপ্তার, ৬০ লাখ টাকা উদ্ধার
  •  করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৫৭৯ জন
  •  করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত ৬৩ লাখের অধিক, সুস্থ হয়েছেন ২৯ লাখেরও বেশী
  •  আইসিইউতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম
  •  করোনাভাইরাসঃ বাংলাদেশে আরও ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯১১ জনের

চট্টগ্রামে ৩০ ট্রাক চামড়া ফেলে দেওয়া প্রসঙ্গে শিল্পমন্ত্রী

‘তাহলে বিএনপি কিনে ফেলে দিয়েছে।’

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ০৪:৩৭

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চট্টগ্রামে চামড়া ফেলে দেওয়ার পেছনে বিএনপি'কে দায়ী করেছেন।

রবিবার (১৮ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে চামড়া নিয়ে বর্তমান সংকট সমাধানে এক বৈঠকে চট্টগ্রামে ৩০ ট্রাক চামড়া ফেলে দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করলে এই উত্তর দেন শিল্পমন্ত্রী।

শিল্পমন্ত্রী বলেন, ‘তাহলে বিএনপি কিনে ফেলে দিয়েছে।’

এর আগে, ১০ হাজার পিস নষ্ট হওয়া চামড়াকে নগণ্য ব্যাপার বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, সারা দেশে ১০ হাজারের মতো কোরবানি পশুর চামড়া নষ্ট হয়ে থাকতে পারে। যা নগণ্য ব্যাপার। 

পরে চামড়া রপ্তানি প্রসঙ্গে জানতে চাইলে নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন জানান, ‘এটা অবস্থা বুঝে, ব্যবস্থা নেওয়া হবে। চামড়া শিল্পে আপাতত সমস্যা নেই।’

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত