কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ১৬:০০

কুমিল্লার লালমাইয়ে যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন ৭ জন। ঘটনাস্থলে ৫ জন নিহত হওয়ার পর হাসপাতালে অপর দুইজনের মৃত্যু হয়।

রবিবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে লালমাই উপজেলার বাগমারার গামতলি বাজারে। 

নিহতদের মধ্যে রয়েছে দুই নারী ও দুই শিশু। তবে এখনও নিহতদের কারোও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ যাত্রী। যাদের মধ্যে তিনজন রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার জানান, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে লালমাই উপজেলার জামতলি এলাকায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন পুরুষ ও দুই নারী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে দুই শিশু মারা যায়। সবাই অটোরিকশার আরোহী ছিলেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মাইক্রোবাসকে অতিক্রম  করছিল। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজির ভেতরে থাকা পাঁচ যাত্রী নিহত হন। অপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।