হাইকোর্টে রিট আবেদন

চামড়ার দাম বৃদ্ধি কেনো অবৈধ হবে না

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ১২:০৪ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯, ১২:৩৬

কোরবানির পশুর চামড়ার অস্বাভাবিক দরপতন কেনো ও এর পেছনে দায়ি কারা এই সংক্রান্ত একটি রিট আবেদন করা হয়েছে হাইকোর্টে। রিটে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করার দাবিও করা হয়েছে বলে জানা যায়।

রবিবার (১৮ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন আইনজীবী মহিউদ্দীন ফরহাদ হানিফ। রিটে চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতন কেনো অবৈধ হবে না এই মর্মে রুল জারির আবেদনও করা হয়েছে।

জানা যায়, হাইকোর্টের বিচারপতি আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের যৌথ বেঞ্চে রিটের শুনানি হতে পারে।

উল্লেখ্য, এবারের ঈদে গরুর চামড়ার দাম ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৪৫-৫০ টাকা ও ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৩৫-৪০ টাকায় নির্ধারণ করে দিয়েছিল সরকার।

কিন্তু দেখা যায়, গত ৩০ বছরের মধ্যে চামড়ার দাম এবারই সবচেয়ে কম ছিল। এতে মৌসুমী ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। তাছাড়া কয়েক কোটি টাকার চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।