পশ্চিমাঞ্চলের রেল লাইন বন্যায় ক্ষতিগ্রস্ত; চলাচলে বিপর্যয়

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৯, ১৩:২০

ঈদের আগে ট্রেনের শিডিউলে ছিল চরম অব্যবস্থাপনা। ঈদের পরেও চলছে শিডিউল বিপর্যয়। সবচেয়ে বেশী বিলম্ব ঘটছে পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচলে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক জানিয়েছেন, পূর্বাঞ্চলের ট্রেনগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে। কিন্তু পশ্চিমাঞ্চলের রেল লাইন বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে লালমনিরহাট ও শান্তাহার লাইনে গতি অনেক কমেছে। ফলে পশ্চিমাঞ্চলে ট্রেন চলাচলে নির্ধারিত সময়ের চেয়ে বিলম্ব হচ্ছে।

শনিবার (১৭ আগস্ট) এক সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন আমিনুল হক।

আমিনুল হক বলেন, যাত্রীরা যাতে নিরাপদে ঢাকায় ফিরতে পারেন, আমরা সেই চেষ্টা করছি। আন্তঃনগর ও মেইলে ৫৫টি ট্রেনে বসে প্রতিদিন ঢাকায় আসতে পারবেন প্রায় ৬০ হাজার যাত্রী। একইভাবে ঢাকা থেকেও ৬০ হাজার যাত্রী যেতে পারবেন। দিনে এক লাখ ২০ হাজার যাত্রী পরিবহন করছে রেল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত