লালবাগের পোস্তা এলাকায় অগ্নিকান্ড; দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৯, ০১:২০

রাজধানীর লালবাগের পোস্তা এলাকার একটি কারখানায় বুধবার (১৪ আগস্ট) রাত ১০ টা ৪০ মিনিটে অগ্নিকান্ডের সূচনা হয়। ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় রাত ১২ টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

স্থানীয়রা জানান, প্রথমে আগুন দেখা যায় প্লাস্টিক কারখানায়। পরে ধীরে ধীরে অন্য কারখানায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের যারা আগুন নেভাতে কাজ করছিলেন তারা জানান, ঘটনাস্থলে যাওয়ার পথটি সরু হওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সহজে ভেতরে ঢুকতে পারছিলেন না।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, রাত ১২ টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা র‍্যাব, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে গেছেন। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তিনি জানান, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তিনি শুনেছেন ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়। ঈদের ছুটি থাকায় কারখানায় কোনো লোকজন ছিলেন না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত