২৪ ঘণ্টার চ্যালেঞ্জে কুরবানি পশুর বর্জ্য অপসারণে দুই মেয়র

প্রকাশ : ১২ আগস্ট ২০১৯, ২২:৫০

পশু কুরবানি শেষে ২৪ ঘণ্টার চ্যালেঞ্জ নিয়ে রাজধানীকে পরিচ্ছন্ন রাখার কার্যক্রম শুরু করে দিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। এই চ্যালেঞ্জ নিয়েই পশুর বর্জ্য অপসারণের কাজে হাতও লাগিয়েছেন দুই সিটির দুই মেয়র।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ঘোষণা দিয়েছেন, ‘২৪ ঘণ্টার মধ্যে ডিএনসিসি এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।’

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘ঈদের দিন সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দুই সিটি কর্পোরেশন এলাকায় কোরবানি পশুর বর্জ্য অপসারণ করা হবে।’

১২ আগস্ট (সোমবার) দুপুর ২টায় রাজধানীর উত্তরা ১৫নং সেক্টরের ২নং ব্রিজের পশ্চিম পাশে বর্জ্য অপসারণের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ ঘোষণা দেন মেয়র। একই ঘোষণা দিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

মেয়রের ঘোষণা মোতাবেক আজ ঈদের দিন সকাল থেকেই পরিচ্ছন্নতার কাজে লেগে পড়েছেন নগর পরিচ্ছন্নতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর ২টার পর পুরো উদ্যমে কাজ শুরু করে দিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত