চাঁপাইনবাবগঞ্জে বিশেষ ভিজিএফ এর চাউল বিতরণ

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৯, ০৩:৪৩

ইদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ও জেলার শিবগঞ্জ পৌরসভায় বিশেষ ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর ভবনে দু'দিনব্যাপী পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৪,৬২১ টি দূ:স্থ পরিবারের মাঝে ১৫ কেজি করে ৬৯.৩১ টন চাউল বিতরণ কার্যক্রম শেষ হয়। 

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, এনামুল হক, মতিউর রহমান, শহিদুল ইসলাম, ইব্রাহীম আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা (পৌর এলাকা) আমানুল্লাহ প্রমুখ। গত বুধবার মেয়র নজরুল ইসলাম এ কর্মসূচীর উদ্বোধন করেন। 

এদিকে শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন বৃহস্পতিবার সকালে পৌর ভবনে ঈদের বিশেষ ভিজিএফ এর চাউল বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আব্দুস সালাম, কাউন্সিলর সাদিকুল ইসলাম, মাইনুল ইসলাম, কাজিউজ্জামান বাবু, আকলিমা খাতুন, মনজিলা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন প্রমুখ। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬,৬২১ টি পরিবারকে এবার চাউল দেয়া হচ্ছে। শুক্রবার (৯'আগষ্ট) এ কার্যক্রম শেষ হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত