বাংলাদেশে ডেঙ্গু নিয়ে ক্রাইসিস চলছে: মাশরাফি

প্রকাশ | ০৮ আগস্ট ২০১৯, ১৭:৩৯ | আপডেট: ০৮ আগস্ট ২০১৯, ১৭:৪৫

বাংলাদেশে ডেঙ্গু নিয়ে ক্রাইসিস চলছে। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ১২টায় নড়াইল সদর হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মাশরাফি বলেন, আগে জীবন বাঁচাতে হবে। অর্থের কথা চিন্তা করে মেশিন নষ্টভাবে ফেলে রাখা যাবে না।

হাসপাতাল পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং বিকল যন্ত্রপাতি সচল করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় যোগদান করেন। উক্ত সভায় নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সিভিল সার্জন ডা. আসাদ উজ জামান মুন্সী, সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. আব্দুস শাকুর,  সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু উপস্থিত ছিলেন।