মশার ওষুধের নমুনা ঢাকায়

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৯, ১৭:৪৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যবহারের জন্য মশার ওষুধের নমুনা বিদেশ থেকে ঢাকায় এসে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

সোমবার (৫ আগস্ট) দুপুরে এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে ঢাকায় এসে পৌঁছায় বলে জানান তিনি।

জানা গেছে, মশার ওষুধের নতুন একটি নমুনা সংগ্রহ করা হচ্ছে। ওষুধের নমুনাটি ভারত থেকে আনা হয়েছে। মঙ্গলবার ডিএসসিসিতে এই ওষুধের পরীক্ষা শেষে আইইডিসিআর এবং কীট তত্ত্ব বিভাগে পাঠানো হবে।

ডিএসসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা নুরজ্জামান বলেন, মশার ওষুধের নতুন একটি নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখনও খোলা হয়নি। ওষুধের নমুনাটি ভারত থেকে আনা হয়েছে। এর বাইরে বিস্তারিত আর কিছু বলা যাবে না।

উল্লেখ্য, এবছর রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুজ্বর মহামারি আকার ধারণ করায় মশা ছিটানো ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। পরে বিভিন্ন ল্যাব পরীক্ষায় প্রমাণ হয় ছিটানো ওষুধের কোনো কার্যকারিতা নেই। হাইকোর্টও কে জরুরিভিত্তিতে ওষুধ আনা হবে না তা জানতে চান দুই সিটির কাছে। নতুন ওষুধের নমুনা আনায় দীর্ঘ সময় লাগবে বলেও জানানো হচ্ছিল। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। এসব আলোচনা-সমালোচনার মধ্যেই ঢাকা দক্ষিণের জন্য মশা নিধনের ওষুধের নমুনা এলো।