ডেঙ্গুজ্বরে কলেজছাত্রীর মৃত্যু

প্রকাশ : ০৫ আগস্ট ২০১৯, ১৪:৪৬

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় দিপালী আক্তার (২৩) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। দিপালী কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান গ্রামের মো. রিয়াজ উদ্দিনের মেয়ে।

রবিবার (৪ আগস্ট) বিকালে তার মৃত্যু হয়। তিনি ঢাকার মালিবাগের আবুজর গিফারী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

দিপালীর ভগ্নিপতি জানান, স্বামী কামালের সঙ্গে বনশ্রীতে থেকে লেখাপড়া করত সে। দিপালী জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে গত ২৮ জুলাই বনশ্রী আল-রাজী ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গুজ্বর ধরা পড়লে তাকে চিকিৎসা দেয়া হয়। তিন দিন পর হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে আনা হয় তাকে।

৩১ জুলাই সকাল থেকে দিপালী কাউকে চিনতে পারছিলেন না এবং সবাইকে মারতে চাইতেন। এমতাবস্থায় তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডিপেনডেন্সি ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন রবিবার বিকালে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত