চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশ : ০৪ আগস্ট ২০১৯, ১৬:০৯

এক কেজি পাঁচশ পঞ্চাশ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে দায়েরকৃত মামলায় চাঁপাইনবাবগঞ্জে মোজাম্মেল হক কালু মেম্বার (৫৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে এক লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৪ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডিত মোজাম্মেল হক সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের মৃত. গিয়াসউদ্দিনের ছেলে।
 
মামলায় রাষ্টপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৭ সালের ২০ অক্টোবর র‌্যাব-৫ ব্যাটালিয়ন, অভিযান চালিয়ে কালু মেম্বারের নিজ বাড়ি থেকে ১ কেজি ৫৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) আব্দুল মাজেদ বাদী হয়ে ওইদিন সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারী মোজাম্মেলকে অভিযুক্ত করে আদালতে চার্যশিট দাখিল করেন।

১০ জনের সাক্ষ্য, প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত কালু মেম্বারকে দোষী সাব্যস্ত করে দন্ডাদেশ প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সাদরুল আমীন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত