মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে দুদকে তলব

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৯, ১৬:০৮ | আপডেট: ০৪ আগস্ট ২০১৯, ১৮:০৮

যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিশ্চিত করেছে দুদক সূত্র।

রবিবার (৪ আগস্ট) দুদক উপপরিচালক জালাল উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিটিতে তাদের তলব করা হয়।

৭ আগস্ট সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে দুজনকে।

চিঠিতে বলা হয়, মাহী বি চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগ সম্পর্কে বক্তব্য দিতে তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে।

মাহী বি চৌধুরী সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে এবং বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব। এছাড়া একজন সংসদ সদস্য।