মোবাইলে কথা বললে গাড়ি জব্দ করে চালককে আটকের নির্দেশ

প্রকাশ : ০৪ আগস্ট ২০১৯, ১৫:১৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, চলন্ত গাড়িতে যদি চালক মোবাইলে কথা বলেন, তাহলে ড্রাইভিংয়ে মনোযোগ থাকে না। মোবাইলে কথা বলা চালকরা অনেক প্রাণহানী ঘটিয়ে থাকেন। তাই গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বললে সঙ্গে সঙ্গে চালককে আটক করে গাড়ি জব্দ করা হবে।

রবিবার (০৪ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ে ‘পথচারীর করণীয়’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচী এবং ‘ক্যাশ কার্ডের মাধ্যমে ট্রাফিক প্রসিকিউশনের জরিমানা আদায়’ ব্যবস্থার উদ্বোধন অনুষ্ঠানে এই নির্দেশনা দেন।

সড়কের বাম লেন দখল করে দাঁড়িয়ে থাকলে তাদের গাড়িও রেকারিং করতে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন কমিশনার।

তিনি বলেন, চালক তার জরিমানা টাকা এখন থেকে অন স্পটে যেকোনো ব্যাংকের ডেবিট, ক্রেডিট, ভিসা, ক্যাশ, বিকাশ, রকেট ও অন্যান্য কার্ড ব্যবহার করে পরিশোধ করতে পারবেন। 

‘পথচারীর করণীয়’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচীতে ঢাকা মহানগরীর ১০০ টি ইন্টারসেকশনে একযোগে পালন করা হবে। যে সকল ইন্টারসেকশনে পথচারীরা বেশী অনিয়ম করে সেখানে তাদেরকে জড়ো করে ব্যানারে লিখিত স্লোগানগুলো পড়ানো ও নিয়ম মেনে চলতে উৎসাহিত করা হবে।

নিম্নলিখিত স্লোগানগুলো পথচারীকে মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে-

(১)    ফুটপাত দিয়ে চলাচল করুন।

(২)   জেব্রা ক্রসিং/ফুটওভারব্রীজ/আন্ডারপাস দিয়ে পার হউন।

(৩)   রাস্তা পার হতে ট্রাফিকের সিগন্যালের প্রতি দৃষ্টি রাখুন।

(৪)   ঝুঁকি নিয়ে যত্রতত্র রাস্তা পার হবেন না।

(৫)   গাড়ি চালু অবস্থায় ধৈর্য্য ধরে জেব্রা ক্রসিং এর মুখে অপেক্ষা করুন।

(৬)   মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পার হবেন না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত