সিটি করপোরেশন এবং পৌরসভার সব ধরনের ছুটি বাতিল

প্রকাশ | ০৩ আগস্ট ২০১৯, ১৮:৪৮ | আপডেট: ০৩ আগস্ট ২০১৯, ১৮:৫৮

 

ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজে যাতে ছেদ না ঘটে সে কারণে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি সব ছুটি বাতিল করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সাপ্তাহিক বা সরকার ঘোষিত অন্যান্য ছুটি ভোগ করবেন না এই দুই সিটি করপোরেশনে কর্মরতরা।

এলজিআরডি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডিস মশার বংশবিস্তারের কারণে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডেঙ্গু রোগের সংক্রমণ থেকে নাগরিকদের রক্ষাকল্পে স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতর/সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

এর অংশহিসেবে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশা নিধন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

মশক নিয়ন্ত্রণে এসব কার্যক্রমের তত্ত্বাবধান ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই ছুটি বাতিল থাকবে।