মাদারীপুরে ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

প্রকাশ : ০৩ আগস্ট ২০১৯, ১১:৫৫

মাদারীপুরের কালকিনি উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি গত ২৪ জুলাই জ্বরে আক্রান্ত হয়ে শিবচর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে ঐ জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট তিন জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ আগস্ট) রাতে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন অবস্থায় নাদিরা আক্তার নামের ঐ গৃহবধূ মারা যান।

এর আগে শারমিন আক্তার (২২) নামের এক তরুণী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা যায়, গত ৩০ জুলাই কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে জায়গা না পাওয়ায় শুক্রবার সন্ধ্যায় তাকে ফের কালকিনি হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে রাতে তিনি মারা যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত