৮০ লাখ টাকা উদ্ধার: ডিআইজি পার্থ কারাগারে

প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ১৮:০৭

সিলেটের বর্তমান ডিআইজি (প্রিজন) পার্থ গোপাল বণিকের বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের ঘটনায় করা মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালত মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আদেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী ছিলেন গাজী শাহ আলম, মাসুদ আহম্মদ তালুকদার, ফারুক হোসেন। অন্যদিকে দুদকের আইনজীবী ছিলেন মোশাররফ হোসেন কাজল।

আসামী পক্ষ জামিন আবেদন করলে দুদক আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। পরে বিচারক কেএম ইমরুল কায়েশ উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, রবিবার (২৮ জুলাই) বিকেলে ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপাল বণিকের নিজ ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত