৮০ লাখ টাকা সহ সিলেটের কারা উপমহাপরিদর্শক গ্রেপ্তার

প্রকাশ : ২৮ জুলাই ২০১৯, ১৮:১০

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিলেটের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় তার বাসা থেকে ঘুষের ৮০ লাখ টাকা জব্দ করা হয়।

রবিবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর ভূতেরগলি এলাকায় তার বাসায় অভিযান চালায় দুদক। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রনব কুমার ভট্টাচার্য্য বলেন, ওই সব টাকা ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্জন করে পার্থ গোপাল বণিক তার বাসায় গচ্ছিত রাখেন।

রবিবার তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অনিয়ম, দুর্নীতি ও অবহেলায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তার রাজধানীর ধানমণ্ডির ভূতেরগলির বাসায় অভিযান চালানো হয়। এ সময় ঘুষের ৮০ লাখ টাকা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

দুদক কর্মকর্তাদের ধারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জন করা এই অর্থ বাসায় রেখেছিলেন ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত