জঙ্গিবাদ মূল উৎপাটন করতে পারিনি তবে নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২৮ জুলাই ২০১৯, ১৫:২৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ নির্মূল করতে পারিনি তবে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এখনও জঙ্গির মূল উৎপাটন কিংবা নির্মূল করা যায়নি। তাই কিছু কিছু জায়গায় এখনও তারা আক্রমণ করতে চায়। এছাড়া গোয়েন্দা সংস্থার তথ্য মতে দেশে এ মুহূর্তে কোনো নাশকতার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

রবিবার (২৮ জুলাই) জাতীয় শোক দিবস পালন-সংক্রান্ত সার্বিক নিরাপত্তা বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, জঙ্গিরা বাইরের কেউ নয়। আগের জঙ্গিরাই নতুন নতুন নাম দিয়ে আত্মপ্রকাশ করে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী এদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিদের মূল উদ্দেশ্য হলো দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এদেশের ভালো হোক বা দেশ এগিয়ে যাক এটা তারা চায় না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত