রেনুর পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

প্রকাশ : ২৮ জুলাই ২০১৯, ১১:২৪

বাড্ডায় ছেলেধরা সন্দেহে 'গণপিটুনি'তে নিহত তাসলিমা বেগম রেনুর পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে।

রবিবার (২৮ জুলাই) সকালে জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। রিটে, রেনুর পরিবারকে আগামী ১৫ দিনের মধ্যে ১০ লাখ ও সবমিলিয়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে আজ।

এছাড়াও, রিটে গণপিটুনির সাথে জড়িতদের পৃথক আইন তৈরীর নির্দেশনা কেন দেওয়া হবে তা জানতে চাওয়া হয়েছে। তাছাড়া গণপিটুনির হাত থেকে রেনুকে বাঁচাতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে গুজব-সংক্রান্ত সব পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ।

উল্লেখ্য, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডার একটি স্কুলে নিজের সন্তানের ভর্তির ব্যাপারে কথা বলতে গিয়ে স্থানীয়দের সন্দেহের কারণে গণপিটুনির স্বীকার হন তাসলিমা বেগম রেনু। এই ঘটনায় প্রায় ৫০০ জনের বিপক্ষে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত