ছেলেধরা সন্দেহে গণপিটুনি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

প্রকাশ : ২৭ জুলাই ২০১৯, ১৩:১৫

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মো. মুমিন (২০) নামে এক যুবককে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়েছে জনতা। গণপিটুনির শিকার মুমিন পৌর এলাকার উত্তর মিরের খিল গ্রামের খন্দকারপাড়ার আবদুস শুক্কুরের ছেলে।

শুক্রবার (২৭ জুলাই) রাতে মাটিয়া মসজিদ এলাকার চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, গণপিটুনি থেকে নিজের প্রাণ বাঁচাতে ওই যুবক আব্বাছিয়ার পুল এলাকায় পালিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠান চিকিৎসক।

কর্তব্যরত চিকিৎসক জানান, গণপিটুনিতে তার মাথার বিভিন্ন স্থানে জখম হয়েছে। এরই মধ্যে ওই যুবক কয়েকবার বমিও করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত