বন্যাগ্রস্থদের বিনামূল্যে সার ও বীজ দেবে সরকার

প্রকাশ : ২৬ জুলাই ২০১৯, ১৪:১৭

বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, 'এর জন্য ১২০ কোটি টাকা ধরা হয়েছে। আবার বন্যা হলে কি করনীয় তারও প্রস্তুতি নেওয়া আছে।'২৫ জুলাই সচিবালয়ে আন্তর্জাতিক আলু কেন্দ্রের (আইপিসি) প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, 'আন্তর্জাতিক আলু কেন্দ্রের (আইপিসি) আঞ্চলিক সমন্বয়কারী ড. ইউ এস সিং বলেছেন, আইপিসি বাংলাদেশে একটি আলু সেন্টার স্থাপন করতে চায়। এক্ষেত্রে কারিগরি সহায়তা দেবে আইপিসি।'

সাহস২৪.কম/জুবায়ের/বাশার

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত