ফারুক হত্যা: সাঈদীসহ ১০৪ জন অভিযুক্ত

প্রকাশ : ২৫ জুলাই ২০১৯, ১৫:১৫

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।

অভিযোগপত্রে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীসহ ১০৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজশাহীর অতিরিক্ত মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকারের আদালতে আসামিদের হাজিরা শেষে এ অভিযোগ গঠন করা হয়। 

দীর্ঘ সাত বছর পর এই মামলার অভিযোগ গঠিত হলো। যদিও মামলার বিচারকার্য কবে থেকে শুরু হবে তা জানানো হয়নি। 

মামলার অভিযোগ গঠনের আগে গত সপ্তাহে হাজিরা দেওয়ার জন্য যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীকে রাজশাহী নেওয়া হয়েছিল।

কড়া নিরাপত্তার মধ্যে সকাল ১১টা ৯মিনিটে প্রিজন ভ্যানে করে সাঈদীকে আদালতে আনা হয়। হাঁটতে না পারায় ভ্যান থেকে নামিয়ে হুইল চেয়ারে আদালতে প্রবেশ করানো হয় সাঈদীকে। এ সময় মামলার আরও ৫৯জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। প্রায় দু ঘণ্টা পর আবার সাঈদীকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী শিরাজী শওকত সালেহীন-এলেন বলেন, ‘সাঈদীসহ ১০৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মহামান্য আদালত বিচারকার্যের তারিখ পরবর্তীতে নির্ধারণ করবেন।’

তিনি আরো বলেন, ফারুক নিহত হওয়ার দুদিন আগে সাঈদী রাজশাহীতে এসেছিলেন। তিনি ছাত্রশিবিরের সঙ্গে গোপন বৈঠক করে ফারুককে হত্যার নির্দেশনা দেন। এজন্য সাঈদীর বিরুদ্ধে ৩০২ ও ১০৯ এবং বাকিদের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত