চাঁদাবাজির অভিযোগে উপজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা

প্রকাশ : ২৫ জুলাই ২০১৯, ১৪:২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় গবাদিপশুর বিট-খাটালে ছিনতাই, চাঁদা দাবী ও মারধর করার অভিযোগে আটক উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজভী আলম রানাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে খাটাল মালিক রুবেল হোসেন। 

এদের মধ্যে আটক রানাসহ ১০ নেতাকর্মীকে বুধবার (২৪ জুলাই) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
 
গত মঙ্গলবার(২৩ জুলাই) দুপুরে ঘটনার পর বিজিবি'র সহায়তায় তাদের আটক করে শিবগঞ্জ থানায় সোপর্দ করে খাটাল কর্তৃপক্ষ।  

এ ঘটনায় খাটাল মালিক রুবেল হোসেন মঙ্গলবার রাতেই থানায় আটক ১০ জনকে নামীয় ও পলাতক অজ্ঞাত ৫ জনের নামে থানায় মামলা করেন। এজাহারে বর্ণিত অভিযোগে তিনি জানান, ১৫ জনের দলটি মারধর করে খাটাল থেকে ৬০ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানা উপ-পরিদর্শক (তদন্ত) রিপন কুমার জানান, মাসুদপুর খাটাল কর্তৃপক্ষ নিকটস্থ মাসুদপুর বিওপি বিজিবি সদস্যদের সহায়তায় ১০ জনকে আটক করে থানায় সোপর্দ করে। বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ছিনতাই করা টাকা উদ্ধার করা যায়নি। পলাতকদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে। তাদের নিকটই ছিনতাই করা টাকা রয়েছে বলে বাদী অভিযোগ করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।
 
এ ব্যাপারে ঘটনার পর থেকে বুধবার রাত পর্যন্ত জেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রেজা ইমন ও সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা কললেও তাদের পাওয়া যায়নি। 

এর আগে গত সপ্তাহে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের একজন সহসভাপতির বিরুদ্ধে ইজিবাইক ছিনতাই চেষ্টার অভিযোগ উঠে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত