হাইকোর্টে হাজির দুই সিটির স্বাস্থ্য কর্মকর্তা

প্রকাশ : ২৫ জুলাই ২০১৯, ১১:৩৪

হাইকোর্টে হাজির হয়েছেন ঢাকার দুই সিটির দুই প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এডিস মশা নির্মূল ও ধ্বংসের কার্যক্রমের সার্বিক অবস্থা জানতে এই দুই স্বাস্থ্য কর্মকর্তাকে তলব করেছিল হাইকোর্ট।

দুই স্বাস্থ্য কর্মকর্তার হাইকোর্টে আসার বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান। তিনি জানান, গত ২২ জুলাই তাদেরকে তলব করেছিলেন হাইকোর্ট।

এর আগে ১৪ জুলাই এক আদেশে অগ্রাধিকার ভিত্তিতে ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগের বাহক এডিস মশা নির্মূল ও ধ্বংসের পদক্ষেপ নিতে নির্দেশ দেন হাইকোর্ট। তখন ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে পদক্ষেপ নিতে ডিএসসিসি ও ডিএসসিসিকে নির্দেশ দেওয়া হয়। ২২ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ আদালতকে জানানোর নির্দেশও দেওয়া হয়। 

২২ জুলাই আদালতে দুই সিটি'র পক্ষ থেকে প্রতিবেদন দাখিল করা হলেও আদালত সেই প্রতিবেদনে সন্তুষ্ট হতে পারেননি। পরে ২৫ জুলাই এই দুই কর্মকর্তাকে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন আদালত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত