টিম অলিককে সংবর্ধনা দেবে নাসা

প্রকাশ : ২৪ জুলাই ২০১৯, ১৬:০৬

২০১৯ সালের বিজয়ী দলগুলোর সাথে টিম অলিককে সংবর্ধনা দেওয়া হবে বলে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ জানায়, টিম অলিক যুক্তরাষ্ট্রে যেতে না পারায় তারা (আয়োজক কমিটি) খুবই ব্যথিত।

বুধবার (২৪ জুলাই) নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশের আহ্বায়ক দিদারুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই বিজ্ঞপ্তিতে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ আরও জানায়, যেহেতু টিম অলিক এ বছর যেতে পারেনি সেহেতু নাসা থেকে টিম অলিককে আগামী বছরের বিজয়ী দলগুলোর সাথে আরও একবার সংবর্ধনা দেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার (২২ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাসার অনুষ্ঠানে যোগ দেয় টিম অলিক। ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেদের প্রকল্প তুলে ধরেন তারা। এ সময় তাদের সঙ্গে আরও অংশ নেয় বিজয়ীদল ফিলিপিন, কানাডা, স্পেন, অস্ট্রেলিয়া এবং আর্জেন্টিনা।

অনুষ্ঠানে বাংলাদেশ কী করে ভবিষ্যতে রকেট লঞ্চ নিয়ে কাজ করতে পারে, নাসার বিভিন্ন অনুষ্ঠান ও প্রশিক্ষণ বিষয়ে কি করে একযোগে করা যায় তা নিয়ে আলোচনা হয়। তাছাড়াও শিক্ষা ব্যবস্থায় কি করে স্পেস সায়েন্স নিয়ে কাজ করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত