সারাদেশে চলছে অনির্দিষ্টকালের নৌধর্মঘট

প্রকাশ : ২৪ জুলাই ২০১৯, ১১:১১

সাহস ডেস্ক

শ্রমিকদের ন্যূনতম মজুরিসহ ১১ দফা দাবি আদায়ে সারাদেশে একযোগে নৌধর্মঘট চলছে। 

২৩ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাত ১২টা ১মিনিট থেকে মোংলা বন্দরসহ সারাদেশে সব ধরনের নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

আজ বুধবার (২৪ জুলাই) সকালে ব‌রিশাল নদীবন্দর থে‌কে অভ্যন্তরীণ বা দূরপাল্লার রু‌টের কো‌নো নৌযান ছে‌ড়ে যায়‌নি।

বাংলা‌দেশ নৌশ্রমিক ফেডা‌রেশ‌ন সভাপ‌তি হা‌শেম আলী বলেন, এর আগে ১৫ এপ্রিল ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নৌধর্মঘট ডাকা হ‌লে ৪৫ দি‌নের ম‌ধ্যে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পরে তা বাস্তবায়ন করা হয়নি। তাই ফের ১১ দফা দাবি আদায়ের ল‌ক্ষ্যে ধর্মঘট ডাকা হ‌য়ে‌ছে।

নদীপথে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা, খোরাকি ভাতা ফ্রি করা, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবি আদায়ে সারাদেশে নৌধর্মঘট চলছে।

এই নৌধর্মঘটের ফ‌লে যাত্রী‌দের ব্যাপক ভোগা‌ন্তি লক্ষ্য করা গে‌ছে ব‌রিশাল নদী বন্দ‌রে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত