রাজধানীর মগবাজারে বিস্ফোরণে দুই সাংবাদিক সহ আহত ৪

প্রকাশ : ২৪ জুলাই ২০১৯, ০১:৩৮

প্রতীকী ছবি

রাজধানীর রমনা থানাধীন মগবাজার মোড়ে সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধসহ ৪ জন আহত হয়েছেন।

২৩ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিস্ফোরণে ঘটনা ঘটে। 

বিস্ফোরণে দগ্ধ দুই সাংবাদিক হলেন- ফজলুল হক শাওন(৫৫) জাগো নিউজ-এর বিশেষ প্রতিনিধি ও মোস্তফা মনোয়ার সুজন(৪৫) এসএ টিভির নিউজ এডিটর। দগ্ধ দুই জন ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

ঢামেক বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক লিজা  জানান, দু’জনেরই মুখসহ হাত আগুনে ঝলসে গেছে। তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধ সাংবাদিক শাওন বলেন, ‘ মগবাজার মোড়ে অবস্থিত ঘরোয়া হোটেলের পাশে একটি বন্ধুর দোকানে অবস্থানকালে হঠাৎই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতেই তারা দগ্ধ হয় ’

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম গনমাধ্যম কে জানান জানান, মগবাজার মোড়ে অবস্থিত ঘরোয়া হোটেলের পাশে রাস্তার সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়। এতে ফুটপাতের ফল বিক্রেতাসহ মোট চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন দগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। আর আহত ফল বিক্রেতাসহ তার ছেলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান  জানান, মগবাজারের এ ঘটনার খবর পেয়ে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটা দোকানের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। আমাদের গাড়ি যাওয়ার আগেই আগুন নিভে যায়।

বিস্ফোরণ ঘটনায় দগ্ধ দুই সাংবাদিককে দেখতে ঢামেক হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। সে সময় তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত