হলি আর্টিজান হামলা মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ

প্রকাশ | ২৩ জুলাই ২০১৯, ১৮:৫৩

অনলাইন ডেস্ক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের সন্ত্রাসী হামলা মামলায় মঙ্গলবার সন্ত্রাস-বিরোধী বিশেষ আদালতে নতুন চার জনের সাক্ষিকে হাজির করা হয়েছে।

এরা হলেন- সিআইডি পরিদর্শক প্রশান্ত কুমার দেবনাথ, উপ-পরিদর্শক নিজাম উদ্দিন, কন্সটেবল মোজাহার আলি এবং সন্ত্রাসীরা থাকার জন্য যে বাড়ি ভাড়া নিয়েছিল তার কেয়ারটেকার আলম চৌধুরী।

আদলতে সাক্ষ্য প্রদানের পর তাদের জেরা করা হয়।

ঢাকা সন্ত্রাস-বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মুজিবুর রহমান ৩০ জুলাই পর্যন্ত এই মামলার শুনানী মুলতবি ঘোষণা করেন। এই মামলার ২১১ জন সাক্ষীর মধ্যে মোট ৭৪ জন এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছে।

২০১৬ সালের ১ জুলাই ওই বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ২০ নিরপরাধ মানুষকে হত্যা করে। নিহতদের অধিকাংশই বিদেশী নাগরিক। এ সময় সাধারণ মানুষের জীবন রক্ষা করতে গিয়ে দুই সাহসী পুলিশ কর্মকর্তা তাদের জীবন উৎসর্গ করেন।

পরে সেনাবাহিনী কমান্ডে অভিযান চালিয়ে জঙ্গিদের হত্যা করা হয়।

২০১৮ সালের ২৬ নভেম্বর আটজনকে অভিযুক্ত করে এই মামলা দায়ের করা হয়। এই মামলায় অভিযুক্তরা হচ্ছে- জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে রাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শরীফুল ইসলাম ও মামুনুর রশিদ।