ফিটনেস নবায়নে ২ মাস সময়: হাইকোর্ট

প্রকাশ : ২৩ জুলাই ২০১৯, ১৫:৫০

সারা দেশে ফিটনেস সার্টিফিকেট ছাড়াই ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি যানবাহনের ফিটনেস নবায়নের সনদ নিতে আগামী দুই মাস সময় বেঁধে দিয়েছেন আদালত। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই সময়ের মধ্যে ফিটনেস নবায়ন না করলে গাড়িগুলো বন্ধের নির্দেশ দেবেন হাইকোর্ট।

আদালত এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ১৫ অক্টোবর (মঙ্গলবার) দিন ধার্য করেছেন।

এদিকে ফিটনেসবিহীন গাড়ির ব্যাপারে বিআরটিএর দাখিল করা প্রতিবেদনের ব্যাপারে তাদের আইনজীবী রাফিউল ইসলাম জানান, সারা দেশে ফিটনেস নবায়ন না করা গাড়ির সংখ্যা চার লাখ ৭৯ হাজার ৩২০টি। এর মাঝে ঢাকা বিভাগে দুই লাখ ৬১ হাজার ১১৩টি, রাজশাহীতে ২৬ হাজার ২৪০টি, চট্টগ্রামে এক লাখ ১৯ হাজার ৫৮৮টি, খুলনায় ১৫ হাজার ৬৬৮টি, রংপুরে ছয় হাজার ৫৬৮টি, সিলেটে ৪৪ হাজার ৮০৫টি এবং বরিশালে পাঁচ হাজার ৩৩৮টি নবায়ন না করা ফিটনেসবিহীন গাড়ি রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত