বানভাসি মানুষের পাশে ইসাবেলা ফাউন্ডেশন

প্রকাশ : ২৩ জুলাই ২০১৯, ১৩:৫৪

দেশের অনেক অঞ্চলেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে সারাদেশে কয়েক লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের অনেকেই। 

ইসাবেলা ফাউন্ডেশনের উদ্যোগে জামালপুর জেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। আজ সারাদিন এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে। এই উদ্যোগের সাথে সর্বক্ষণ পাশে থাকছেন ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব কবির বিন আনোয়ার। এসময় তিনি দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

প্রতি ত্রাণের প্যাকেটে থাকছে- ৫ কেজি চাল, ২ কেজি চিড়া, দেড় কেজি আলু, ১ কেজি গুড়, আধা কেজি ডাল, ১ কেজি লবন, ২০০ মিলিলিটার তেল। ত্রাণের সাথে সকলকে দেওয়া হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন, শুকনা মরিচ ও ম্যাচ।

ত্রাণ বিতরণ এর পাশাপাশি মেডিক্যাল ক্যাম্প এর মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে।

মেডিক্যাল ক্যাম্পে আসা গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য সহায়তা করা হবে। কিছু জরুরী ওষুধও প্রদান করা হবে। ইসাবেলা ফাউন্ডেশনের টিমের সাথে থাকা দুজন চিকিৎসক এবং স্থানীয় ২জন চিকিৎসক মেডিকেল ক্যাম্পে থাকবেন

https://www.facebook.com/shakilahmedaronno/photos., IsabelaFoundation

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত