রেনু হত্যা মামলা: তিনজন চারদিনের রিমান্ডে

প্রকাশ | ২২ জুলাই ২০১৯, ১৬:১৫

রাজধানীর বাড্ডায় গণপিটুনিতে তাসলিমা আক্তার রেনু (৪০) হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ জনকে ৪ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আসামিরা হলেন- জাফর, শাহীন, বাপ্পী।

সোমবার (২২ জুলাই) এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন। বাড্ডা থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় একটি প্রাইমারি স্কুলে তোবাকে ভর্তি করার খোঁজ নিতে গেলে স্কুলের সামনেই ছেলেধরা সন্দেহে রেনুকে পিটিয়ে হত্যা করা হয়। মেয়েকে ভর্তির জন্য ওই স্কুলে খোঁজ নিতে গিয়ে কথাবার্তায় সন্দেহ হলে মুহূর্তের মধ্যে লোকজন জড়ো হয়ে পিটুনি দিলে তার মৃত্যু হয়।

মহাখালীর ওয়্যারলেস গেটের একটি ভাড়া বাসায় চার বছরের মেয়ে তোবাকে নিয়ে থাকতেন রেনু। স্বামী তসলিম হোসেনের (৪৫) সঙ্গে দুই বছর আগে বিচ্ছেদ ঘটে। বড় ছেলে তাহসিন আল মাহিব (১১) আগে মায়ের সঙ্গে থাকলেও এক বছর আগে লক্ষ্মীপুরে বাবার কাছে চলে যায়।