রেণুকে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ জনের পরিচয় শনাক্ত

প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ১২:৩৯

বাড্ডায় ছেলেধরা গুজব কেড়ে নিলো তাসলিমা বেগম রেণুকে (৪০) পিটিয়ে হত্যার ঘটনায় নীয় কয়েকজন যুবককে শনাক্ত করেছে পুলিশ। এর মধ্যে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২২ জুলাই) বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে তারা গণপিটুনিতে অংশ নেওয়া ৫-৬ জনের পরিচয় শনাক্ত করেছেন। ছেলেধরা সন্দেহে রেণুকে যারা পিটিয়ে হত্যা করেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ডিএমপি'র গুলশান বিভাগের বাড্ডা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আহমেদ হুমায়ূন বলেন, আমরা ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ফুটেজ পেয়েছি। সেগুলো দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আমরা স্কুলের প্রধান শিক্ষকেরও সঙ্গেও কথা বলেছি। ঘটনাস্থলের আশপাশের অনেকের সঙ্গেও কথা বলেছি। আশা করি, শিগগিরই সব আসামিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবো।

এর আগে এ ঘটনায় শনিবার (২০ জুলাই) রাতে বাড্ডা থানায় হত্যা মামলা করা হয়। মামলায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিহত তাসলিমা আক্তার রেণুর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। দুপুর ২টার দিকে লাশ নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর থানার সোনাপুর গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত