ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভূমিকম্প অনুভূত

প্রকাশ : ১৯ জুলাই ২০১৯, ১৬:৫৫

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভূকম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ভারতের অরুণাচল প্রদেশের ক্যামেং জেলার বমডিলা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া বিদ বজলুর রশিদ।

শুক্রবার (১৯ জুলাই) বেলা সাড়ে ৩টা ২০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫।

ঢাকার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থল ৪৯৯ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। সিলেট জেলা থেকে এর দূরত্ব ৩২৫ কিলোমিটার।

ভারতের উত্তর প্রদেশ ভূমিকম্পের উৎপত্তিস্থল জানিয়ে আবহাওয়া বিদ বজলুর রশিদ বলেন, এটি মাত্রা ছিল ৫.৫ রিখটার স্কেল। এটি খুব বড় ধরনের ভূমিকম্প হয়নি। চিন্তার কোনো কারণ নেই। ক্ষয়ক্ষতির তেমন কোন আশঙ্কা নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত