ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ছুটি বাতিল ডিএনসিসি'তে

প্রকাশ : ১৯ জুলাই ২০১৯, ১৪:০০

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা বিভাগ ও মশক নিধন বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ডিএনসিসির উদ্যোগে ডেঙ্গু-চিকুনগুনিয়াবিষয়ক জনসচেতনতামূলক র‌্যালি শেষে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ কথা জানান। আসন্ন ঈদেও কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে র‍্যালী শেষে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, মশক নিধনে যারা কাজ করছেন, তাদের সবার ছুটি বাতিল করা হয়েছে। আগামী ঈদেও তাদের ছুটি বাতিল থাকবে। এডিস মশা নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরোও বলেন, এডিস মশা নর্দমায় জন্ম নেয় না। এরা বাড়িতেই জন্ম নেয়। আপনার-আমার জমিয়ে রাখা পানিতেই এডিস মশা জন্ম নেয়। এটিকে বলা হয় গৃহপালিত মশা। কাজেই এটিকে প্রতিরোধ করতে হলে সব পরিবারকে এগিয়ে আসতে হবে। কোথাও যাতে পানি জমতে না পারে এবং এডিস মশা জন্ম না নিতে পারে।

ডিএনসিসি'র কার্যক্রম সম্পর্কেও এসময় কথা বলেন মেয়র। তিনি বলেন, মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির মশক নিধনকর্মী ও সুপারভাইজাররা নিয়মিত কাজ করছে। প্রতিটি এলাকার মশক নিধনকর্মী, সুপারভাইজার এবং মনিটরিং কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর ডিএনসিসির ওয়েবসাইটে দেয়া আছে। যে কেউ তাদের ফোন করে এ বিষয়ে জানাতে পারবেন। সেই সঙ্গে জবাবদিহির আওতায় আনা যাবে।

এসময় নাগরিক পর্যায়ে সচেতনতা বাড়াতে জোর দেন মেয়র। বাসায় পানি না জমিয়ে রাখতে ও জমে থাকা পানি নিজ দায়িত্বে পরিষ্কার করে ফেলতে নাগরিকদের আহ্বান করেন মেয়র আতিকুল ইসলাম।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত