জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৮ জুলাই ২০১৯, ১২:৩৯

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সোয়া ১১টায় গণভবনের লেকে মাছের  পোনা অবমুক্ত করে এ মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন তিনি। 

এর আগে সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে 'জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯' এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘নিজের পতিত জলাশয়ে মাছ চাষের উদ্যোগ নেওয়া যেতে পারে। কোনও একটা জায়গা যেন পড়ে না থাকে। এসব স্থানে মাছ চাষ করলে নিজে খেয়ে বিক্রিও করা যায়। আমরা খাদ্যে, শিক্ষায়, সমৃদ্ধিতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই।’

এসময় আসন্ন কোরবান ঈদে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান করেন তিনি। তিনি বলেন, ‘কোরবানির জন্য যেন নির্দিষ্ট জায়গা থাকে। হাড়, চামড়া সব সংগ্রহ করে যেন কাজে লাগাতে পারি। কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা নেওয়া উচিত।’

অনুষ্ঠানে মৎস্য চাষ, রেণু উৎপাদনসহ মৎস্য সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আট প্রতিষ্ঠান ও ব্যক্তিকে স্বর্ণপদক এবং ৯টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে রৌপ্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।

আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে এই মৎস্য সপ্তাহ।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত