বাবার কবর জিয়ারত করলেন বড় ছেলে সাদ এরশাদ

প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১২:৪৯

সাবেক রাষ্ট্রপতি, বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন তার বড় ছেলে রাহগীর আল মাহে এরশাদ (সাদ এরশাদ)।

বুধবার (১৭ জুলাই) সকালে রংপুরে অবস্থিত পল্লী নিবাসে সংসদের এ বিরোধী দলীয় নেতার কবর জিয়ারত করেন তিনি।

এসময় তিনি পল্লী নিবাসে বাবার কবরের কাছে কিছু সময় কোরআন তিলাওয়াত করেন এবং বাবার রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

কবর জিয়ারত শেষে সাদ এরশাদ পল্লীবন্ধুর মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ রংপুর-৩ (সদর) আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি এ আসন থেকে টানা ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। রংপুরকে জাতীয় পার্টির ঘাঁটি বিবেচনা করা হয়।

এদিকে এরশাদের কফিন মাঠে আসার পর পুলিশি বেষ্টনী ভেঙে মরদেহের কাছে ছুটতে থাকেন দলীয় নেতাকর্মীরা। উপচে পড়া ভিড়ের মাঝে শুরু হয় ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। এসময় দলীয় নেতাকর্মীরা এরশাদের মরদেহ রংপুরে দাফনের জন্য স্লোগান দিতে থাকেন।

নিজ দলের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন ব‍্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত