এরশাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

প্রকাশ : ১৬ জুলাই ২০১৯, ১৩:০৪

রংপুর জেলা দোকান মালিক সমিতি এরশাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নগরীর সব ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও এ কর্মসূচির প্রতি সমর্থন দিয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় দোকান মালিক সমিতি।

জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে, আমরা পল্লীবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে একবেলা দোকানপাট বন্ধ রাখব। দলমত নির্বিশেষে এরশাদ সাহেব আমাদের রংপুরের গর্ব।

এদিকে এরশাদের মরদেহ রংপুরে পৌঁছেছে। বাদ জোহর রংপুর কালেক্টরেট মাঠে  তার জানাজা অনুষ্ঠিত হবে। মরদেহ জানাজার মাঠে পৌঁছানোর পর গার্ড অব অনার প্রদান করা হবে। সেখানে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে তার মরদেহ রংপুরবাসীর শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

প্রসঙ্গত, গত রোববার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি রক্তে সংক্রমণসহ লিভার জটিলতায় ভুগছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত