রংপুর পৌঁছেছে এরশাদের মরদেহ

প্রকাশ : ১৬ জুলাই ২০১৯, ১২:৫১

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মরদেহ রংপুরে পৌঁছেছে। বাদ জোহর রংপুর কালেক্টরেট মাঠে  তার জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টায় তার মরদেহ বহনকারী হেলিকপ্টার রংপুর সেনানিবাসে এসে পৌঁছায়।

এরশাদের মরদেহের সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি, হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মেজর (অব.) খালেদ আখতার, আজম খান, এটিইউ তাজ রহমান ও শফিকুল ইসলাম সেন্টু এরশাদের মরদেহের সাথে রয়েছে।

মরদেহ জানাজার মাঠে পৌঁছানোর পর গার্ড অব অনার প্রদান করা হবে। সেখানে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে তার মরদেহ রংপুরবাসীর শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দলীয় নেতাদের আশা, কমপক্ষে পাঁচ লাখ মানুষ অংশ নেবেন জানাজায়। 

জানাজা শেষে এরশাদের মরদেহ পল্লীনিবাসে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন। সেখানে লিচুতলায় তাকে দাফন করা হবে বলেও জানান তিনি। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত