রংপুরে প্রস্তুত এরশাদের কবর

প্রকাশ : ১৬ জুলাই ২০১৯, ১১:৫০

 

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দাফনের প্রস্তুতি নিয়ে রেখেছেন রংপুর জাতীয় পার্টির নেতাকর্মীরা। ইতিমধ্যে এরশাদের পল্লী নিবাসের লিচু বাগানে কবরও খনন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে রংপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে হুসেইন মুহম্মদ এরশাদের কফিনবাহী হেলিকপ্টারটি।

এরই মধ্যে জানাজার সব প্রস্তুতি সম্পন্ন করেছে রংপুর প্রশাসন। সকাল থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে দলে দলে লোকজন জানাজায় শরিক হতে ঈদগাহ মাঠে আসতে শুরু করেছে।

এদিকে বাদ-জোহর রংপুর ঈদগাহ মাঠে এরশাদের চতুর্থ জানাজা শেষে তার মরদেহ হেলিকপ্টারযোগে ফের ঢাকায় আনা হবে বলে কথা রয়েছে। বাদ-আসর বনানীতে সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

রংপুর জেলা দোকান মালিক সমিতি এরশাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নগরীর সব ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট দুপুর ২টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সকাল থেকে নগরীর সব দোকান বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত